
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পুলিশের অভিযানকালে এস.আই মোঃ জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম ১৬/০৩/২০২৫ ইং তারিখ, রাত ৩টা.২০ ঘটিকার সময় ধরখার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোগড়া বাজার থেকে ০১ জন মহিলা একটি যাত্রীবাহী অটো গাড়ি যোগে যাত্রীবেশে বিপুল পরিমাণ অবৈধ মাদক সঙ্গে নিয়ে ধরখার অভিমুখে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৬/০৩/২০২৫ ইং তারিখ, ভোর ৪টা.২০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ০২নং ধরখার ইউপিস্থ, ধরখার(মীমপল্লী) ধরখার বাসস্ট্যান্ড হইতে অনুমান ৫০০ গজ পূর্ব দিকে পাকা রাস্তার উপর হইতে আসামীর ভ্যানেটি ব্যাগের ভিতরে রক্ষিত মাদকদ্রব্য ৮ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ হনুফা বেগম(৪২), স্বামী-মৃত আবুল বাশার, পিতা-নুরুল হক, মাতা-আসিয়া বেগম, সাং-শিবনগর, ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে থাকে আদালতে পেরন করা হয়েছে।