
শিশুর শরীরে সঞ্চারিত শক্তি বৃদ্ধি ও মেধা বিকাশে সহায়ক ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের জাতীয় পর্যায়ের দিবস উপলক্ষে গত ১৫ মার্চ (শনিবার) সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত তত্বায়ক মণিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল উপস্থিত থেকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করেন। এ সময় পঃপঃ কর্মকর্তা জানান, মণিরামপুর উপজেলা ব্যাপি এবার আমাদের টার্গেট শিশুর বয়স ৬ মাস থেকে ১ বছর (নীল ক্যাপ্সুল) ৬২০০টি ও যাদের বয়স ১থেকে ৫ বছর এর মধ্য (লাল) ক্যাপ্সুল ৪৫,৫০০ টি শিশুকে পর্যায়ক্রমে সর্বমোট ৪০৯ টা কেন্দ্রের মাধ্যমে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে।ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে পৌরসভা ও উপজেলা পর্যায়ে কেন্দ্র থাকা সত্বেও উপজেলা উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না সাংবাদিকদের জানান, প্রতিটি মা-বাবাকে তার শিশু সন্তানকে দায়িত্ব সহকারে ভিটামিন-এ প্লাস খাওয়ানো উচিৎ। স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা গ্রহীতার চাপ ছিলো। শিশুর শরীরে শক্তিবৃদ্ধি ও মেধা বিকাশে ভিটামিন-এ প্লাস গুরুত্বপূর্ণ।