প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার ৪

প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে, এসআই স্বপন কুমার ভৌমিক, এসআই সুমন কান্তি দে, এএসআই মোঃ আলতাব হোসেন, এএসআই মোঃ ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানায় এলাকা হইতে জিআর-২২৩/২৩, এর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। স্বপন(২৮), পিতা-মৃত ইদ্রিস মিয়া, সাং-জাঙ্গাল, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-১৫৭/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০২। জামির হোসেন, পিতা-নজরুল ইসলাম, সাং-শিবনগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। সিআর-১৩৫২/২৩(সদর), এর ওয়ারেন্টভুক্ত ০৩। আসামী মোশারফ হোসেন বাদশা, পিতা-মৃত আব্দুল মান্নাত মিয়া, সাং-দূর্গাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জিআর-২৩৯/২২, এর ওয়ারেন্টভুক্ত ০৪। আসামী রিপন, পিতা-লিটন মিয়া, সাং-আজমপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীকে আদালতে পেরন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন