
জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
কাউনিয়ায় অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে বালাপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল জব্বার চিনি, সেমাই, বুট, বুন্দিয়া বিতরণ করছেন।
বৃহস্পতিবার দুপুরে সানাই মোড় ইদ্রিস আলী ফকির মার্কেটে ইদ্রিস আলী ফকিরের সভাপতিত্বে সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালাপাড়া ইউপি সদস্য আনোয়ার হোসেন, শাহ আলম মিয়া।এসময়ে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ হারুন অর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংবাদিক জহির রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব তালতলা মসজিদের মোয়াজ্জিন আবুল হোসেন, সানাই মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুল ইসলাম, কোষাধক্ষ্য গোবিন্দ বর্মন আশু, ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, সাইদুল টেলিকম, আশিকুর রহমান, মোঃ মিনহাজুল আবেদীন সানি।পরে বিএনপি নেতা আব্দুল জব্বারের পুত্র প্রয়াত রিজনের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।