প্রকাশের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১১ জুলাই, ২০২৫

ঝিনাইদহে বিয়ের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন তিন সন্তানের জননী

প্রকাশের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫

শহিদুজ্জামান বাবু, খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছেন তিন সন্তানের জননী। বুধবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী বিল্লাল নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। গত রাতে তারা একসঙ্গে সময় কাটাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের বাড়ি ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে বিল্লাল পালিয়ে যায়।

পরে ওই নারী মহাসড়কে অবস্থান নিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি তিনি ধর্ষণ মামলার হুমকি দেন। এতে করে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে বুঝিয়ে ও অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে নেন। তবে এ বিষয়ে বিল্লালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই পরকীয়া প্রেমিককে বিয়ের দাবীতে সড়ক অবরোধকারী নারী এক প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন