প্রকাশের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১১ জুলাই, ২০২৫

শেরপুরে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫

রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টারঃ ১২ মার্চ ২০২৫ বগুড়া জেলার শেরপুর থানার পুলিশের সক্রিয় অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শেরপুর থানার এসআই মো. রকিব হোসেনের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গতকাল (১১ মার্চ) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শেরপুর থানার ৮ নম্বর সুঘাট ইউনিয়নের চকধলী মধ্যপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। জনৈক মো. আব্দুল খালেকের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আশরাফ খন্দকার (৩৫), পিতা মো. মতি খন্দকার, সাং চকধলী উত্তর পাড়া, থানা শেরপুর, জেলা বগুড়াকে ১০৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং আজ (১২ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।শেরপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে তারা কঠোর অবস্থানে রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন