প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

গাইবান্ধায় জনসচেতনতায় দুর্যোগ প্রস্তুতি দিবস পা‌লিত

প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তু‌তি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষ‌তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকা‌লে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের  আয়োজনে  উপ‌জেলা প‌রিষদ চত্তর থে‌কে  এক বর্নাঢ‌্য  র‌্যালী বের হ‌য়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়।জনসচেতনতা মূলক কর্মসূচীর পালনের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।এ কর্মসূচীর ম‌ধ্যে ছিল জনসচেতনতা মূলক র‌্যালী ,আ‌লোচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।

সহকারী ক‌মিশনার ভু‌মি,আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাম মন্ডল,থানা ইনচার্জ জুল‌ফিকার আলী ভু‌ট্টো, ইউ‌পি চেয়ারম‌্যান আবু বক্কর সি‌দ্দিক,সাংবা‌দিক মাসুদার রহমান মাসুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার র‌বিউল ইসলামসহ অন্যরা।

আলোচনা শে‌ষে  অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে প্রাণ রক্ষার বিভিন্ন কৌশলের উপর  মহড়া উপস্থাপন করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা। 

এ সময় বি‌ভিন্ন‌ শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীসহ গনমাধ‌্যম কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান‌টি প‌রিচালনা করেন পলাশবাড়ী উপজেলা একা‌ডে‌মিক কর্মকর্তা আলমগীর হোসেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন