প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

আখাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ৭

প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের অভিযানকালে এস.আই মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০/৩/২০২৫ ইং তারিখ, রাত ০৩.১৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, টানপাড়া তিতন শাহ(রঃ) মাজারের মাঠে মাদকদ্রব্য ২১(একুশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শান্ত আহমেদ(২০), পিতা-মনিরুল ইসলাম, মাতা-জুলেখা বেগম, সাং-ছোট আলিয়ারচর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-আখাউড়া রেলওয়ে স্টেশনে ভাসমান, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

অপর অভিযানকালে এসআই মোঃ জহিরুল হক, এসআই আশিষ সূত্রধর, এসআই(নিরস্ত্র) মোঃ জাকির হোসেন(ধরখার পুলিশ ফাঁড়ী), এএসআই হিমন মিয়া(ধরখার পুলিশ ফাঁড়ী) ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে একই ব্যক্তির নামে জিআর-১৯৮/২২, মামলা নং-৩৭(০৫)২২, জিআর-২২৩/২৩, জিআর-০৪/২০২০ সহ সর্বমোট ০৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০১। মোঃ সবুজ প্রকাশ আল-আমিন, পিতা-শানু মিয়া, সাং-দরুইন(গাংভাংগা), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-৩৭৪/১৯ এর ওয়ারেভুক্ত আসামী ০২। মোঃ মামুন মিয় (২৫), পিতা-মোঃ আমির হোসেন, সাং-আমজপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-২২৪/১৮ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৩। শাহ নেওয়াজ খন্দকার, পিতা-আব্দুল খালেক খন্দকার, সাং-ছোট কুড়িপাইকা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-৬০৭/২৪(আখাউড়া) আসামী ০৪। নিপা আক্তার,স্বামী-জিবন, সাং-ধরখার, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-৪১/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৫। আশরাফুল হক প্রকাশ রাহিমিন(৪০), পিতা-মৃত সিরাজুল হক, সা-চান্দপুর(দক্ষিণপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-৬০৬/২৪(আখা) এর ওয়ারেন্টভুক্ত ০৬। আসামী সাহানা আক্তার, স্বামী-তাজুল ইসলাম, সাং-ধরখার (তাজুল ইসলাম এর বাড়ী), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন