প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

রংপুরে টাকা পাওনাদার’কে প্রাণনাশের হুমকি

প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫

নগরীতে বিশেষ প্রয়োজনের কথা বলে দেড় লাখ টাকা ধার্য নিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় ভুক্তভোগী বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।ঘটনাটি ঘটেছে মহানগরীর ১৭ নং ওয়ার্ডের পার্বতীপুর এলাকায়।অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পার্বতীপুর এলাকার বাসিন্দা মেহেরুল ইসলামের ছেলে খাদেমুল ইসলামের নিকট বিশেষ প্রয়োজনের কথা বলে একই এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে মারজান আহম্মেদ আপন বিগত ১৫/১০/ ২০২০ইং তারিখে নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর করে (১৫০০০০) দেড় লাখ টাকা ধার্য নেয়।চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময়সীমার ৪ বছর অতিবাহিত হওয়ার পরেও কর্জ কৃত পাওনা টাকা পরিশোধ না করে মারজান আহম্মেদ আপন উল্টো পাওনাদার খাদেমুলকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।ভুক্তভোগী খাদেমুল বলেন,আপন আমার বাড়ির পাশের লোক,সে বিশেষ প্রয়োজনের কথা বলে আমার নিকট দেড়লাখ টাকা ধার নেয়। আমি সহজ বিশ্বাসে তাকে টাকা দিয়ে এখন নিজে বিপদে পড়েছি। তার দেয়া স্ট্যাম্প ও চেক রয়েছে। আপন এর কাছে আমার পাওনাকৃত টাকা চাইতে গেলেই বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।এবিষয়ে অভিযুক্ত মারজান আহম্মেদ আপন এর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।তবে এবিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন