
রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে মো. জাকারিয়া সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের নারুলী ফাঁড়ির একটি বিশেষ দল। গ্রেপ্তারকৃত জাকারিয়া সরকার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, জাকারিয়া সরকার দীর্ঘদিন ধরে বগুড়ার চেলোপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এ সময় তিনি নিজেকে নারুলী ফাঁড়ির পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতেন। বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে নারুলী ফাঁড়ির পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে পুলিশের ফুল ইউনিফর্মও উদ্ধার করা হয়। বগুড়া জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, প্রতারক চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি পুলিশের পরিচয় ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে প্রতারণা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।