
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযান কালে এস.আই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল-৮ ডিউটি করা কালে ইং-০৯/০৩/২০২৫ তারিখ, রাত ০১.৫৫ ঘটিকার সময় মসজিদপাড়া এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মসজিদপাড়া মেথরপট্টি সংলগ্ন রেলক্রসিং এর পূর্ব পাশে ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন পূর্বক সমবেত হইয়া ইং-০৯/০৩/২০২৫ তারিখ, রাত ০২.০৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১০/১৫ জন একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ইং-০৯/০৩/২০২৫ তারিখ, রাত ০২.০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, মসজিদপাড়া সাকিনের মেথরপট্টি সংলগ্ন রেলক্রসিং এর পূর্ব পাশে আখাউড়া টু খড়মপুর গামী পাকা রাস্তার উপর ডাকাতির জন্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়া প্রস্তুতি কালে ১। মাইনুল ইসলাম জুয়েল(২৩), পিতা-মহিউদ্দিন ভূইয়া জজু, মাতা-রৌশনা বেগম, সাং-বাসুদেব, ৪নং ওয়ার্ড, বাসুদেব ইউনিয়ন, ২। মোঃ ইমান হোসেন(২৩), পিতা-মঙ্গল মিয়া, মাতা-হনুফা বেগম, সাং-পাঘাচং(চেরাগ আলীর বাড়ি), ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন-মাছিহাতা, উভয় থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করে। ধৃত আসামীদ্বয়কে তল্লাশী করিয়া ১নং আসামী মাইনুল ইসলাম জুয়েল এর পরিহিত প্যান্টের বাম পাশের কোমড়ে গুজানো ০১ টি সবুজ প্লাস্টিকের বাট যুক্ত ষ্টিলের ছুরি, ০২নং আসামী মোঃ ইমান হোসেন এর ডান হাতে থাকা ০১ টি কাঠ ও প্লাস্টিকের বাটযুক্ত ষ্টিলের ছুরি উদ্ধার করে এবং পলাতক আসামীরা দৌড়াইয়া পালানোর কালে তাহাদের হেফাজত হইতে ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় ফেলে যাওয়া ০১ টি কাঠের বাটযুক্ত রামদা, ০১ টি কাঠের বাটযুক্ত রামদা জব্দ করা হয়। ডাকাতি প্রস্তুতি ঘটনা সংক্রান্তে আসামী মাইনুল ইসলাম জুয়েল এবং মোঃ ইমান হোসেন সহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়। থানার রেকর্ডপত্র যাচাই করিয়া দেখা যায় যে, উক্ত আসামীদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইন সহ একাধিক মামলা আছে।
অপর অভিযানকালে এস.আই মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৮/০৩/২০২৫ তারিখ, ২১.০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৫নং আখাউড়া দক্ষিণ ইউপির ১নং ওয়ার্ডের নুরপুর(পশ্চিমপাড়া) সাকিনের আসামী শাহানা বেগম(৫০), স্বামী-মনছুর আলী এর বসত বাড়ির উঠান হইতে মাদকদ্রব্য ০৫(পাঁচ) বোতল স্কাফ সিরাপ সহ শাহানা বেগম(৫০), স্বামী-মনছুর আলী, মাতা-মৃত মলম চান, সাং-নুরপুর(পশ্চিমপাড়া), ১নং ওয়ার্ড, ৫নং আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অন্য অভিযানকালে এসআই মোঃ জহিরুল হক ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ দূর্গাপুর দায়রা-৫১৭/১০ ঢাকা রেলওয়ে থানার মামলা নং-০৪(০৬)১০ এর ০৩ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ আল আমিন(২৩), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-দূর্গাপুর, থানা-আাখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। অভিযান করিয়া এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা। হয়েছে।