প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

আখাউড়া সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা,তার এলাকাবাসী জানান ৮ মাস পর মামলা এটি গভীর ষড়যন্ত্র!

প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আখাউড়া থানার উপপরিদর্শক এসআই জহিরুল হক বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করেন। তবে গতকাল বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ বাবুল জানান, সাবেক মেয়র কাজলের কাছে লাইসেন্স করা একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন ছিল।

হাসিনা সরকারের পতনের পর লাইসেন্স বাতিল করে ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার কথা বলা হলেও মেয়র কাজল অস্ত্র জমা দেননি। পরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়।
কিন্তু বাকি ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়নি। সরকারি নির্দেশনা অমান্য করায় তার বিরুদ্ধে
মামলা দায়ী করা হয়।

মেয়রের গ্রামের রাধানগর এলাকাবাসী জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা পতন হলে, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি, মন্ত্রীদের বাড়িতে ভাঙচুর সহ লুটপাট করেন, একটি মহল। একই তারিখে আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফার বাড়িতেও ভাঙচুর, অগ্নিসংযোগ করে, ঘরে থাকা মালামাল স্বর্ণ অলংকার, অর্থ সহ সকল মালামাল লুটপাট করে নিয়ে যায়, লুটেরা দলরা। মেয়রের নিকট আত্মীয় জানান, ওই সময় মেয়রের লাইসেন্সকৃত পিস্তল সহ লুট করে নিয়ে যায় লুটেরা দল, তখন পিস্তল হারানোর জিডি করা হয়। এলাকাবাসী আরো জানান ৫ই আগস্টে পিস্তল লুট হল , যৌথ বাহিনী পিস্তল উদ্ধার করেন, পুলিশ বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি মামলা করেন, আজ রোজ বৃহস্পতিবার ৬-৩-২০২৫ ইং তারিখে মামলার সত্যতা মিলে। পিস্তল হারানোর অনুমান ৮ মাস পর মেয়র কাজলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, আমাদের সন্দেহ পুরাটাই গভীর ষড়যন্ত্রমূলক কাজ। বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর, দেশের অবস্থা খুবই খারাপ। মিথ্যা মামলা হামলা সহ মানুষের নেই কোন নিরাপত্তা। চোর, ডাকাত, সন্ত্রাস, ভূমিকেখো দিন দিন বাড়ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন