প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

রংপুরে বাংলাদেশ কংগ্রেসের ইফতার মাহফিল

প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫

কংগ্রেসের মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কংগ্রেস এর যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশ কংগ্রেস রংপুর মহানগর শাখার আহ্বায়ক মোঃ হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ কংগ্রেস রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক প্রভাষক মো: দেলাব্বর হোসেন,বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী।এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা, মানবতা,গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা বিশ্বাসী এই সংগঠন। এই চেতনায় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা চাই জুলাই গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম পাটোয়ারী,মোসাঃ ইয়াসমিন বেগম,বাংলাদেশ কংগ্রেস পীরগাছা উপজেলা শাখার সভাপতি শাহাদাত সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা হোসেনসহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন