প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

রাজশাহীর তানোরে মালবান্দা উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবির ও কুরআন আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫

হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার মালবান্দা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চক্ষু শিবির এবং কুরআন থেকে আলোচনা সভা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মসূচিতে এলাকার সেবাপ্রত্যাশী মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। চক্ষু শিবিরে এলাকার অসংখ্য মানুষের চোখের পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ঔষধ ও পরামর্শ প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল স্থানীয় জনগণের চোখের সমস্যাগুলো নির্ণয় করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন।চক্ষু শিবিরের পর অনুষ্ঠিত হয় কুরআন থেকে আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তানোর ও গোদাগাড়ির কৃতিসন্তান অধ্যক্ষ মুজিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের জীবনকে নামাজ, রোজা ও ঈমান দ্বারা পরিপূর্ণ করতে হবে। সামনের দিনগুলো যেন কুরআনের আলোকে পরিচালিত হয়, সেই লক্ষ্যে আমাদের চলতে হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও অন্যান্য সংগঠনের কর্মীরা।অনুষ্ঠান শেষে সবার কাছে আকুল আবেদন জানানো হয়, যাতে সবাই ঈমান, নামাজ এবং রোজার মধ্যে থেকে চলাফেরা করেন এবং ইসলামিক আদর্শে নিজেদের জীবন পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা জানান, চক্ষু শিবির এবং কুরআন আলোচনার এই আয়োজন তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এমন সুন্দর ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন