প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

কাউনিয়ায় জোর পূর্বক জমি দখলের চেষ্টা : বাঁধা দিতে গিয়ে জমির মালিক আহত 

প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

কাউনিয়ায় বিক্রি করা জমি ক্রেতা কে মাপ যোগ করে বুঝে দিতে গিয়ে প্রভাবশালী  প্রতিপক্ষ এ জমি নিজেদের দাবী করে হামলা চালিয়ে  জমির প্রকৃত মালিক উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের এমদাদুল হক কে গুরুতর আহত করে।মঙ্গলবার বিকেলে জিন্নাহ- চম্পা ফাউন্ডেশন হল রুমে এক সংবাদ সন্মেলন লিখিত বক্তব্য পাঠ কালে আহত জমির মালিক এমদাদুল হক  এ অভিযোগ করেন। তিনি বলেন দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকায় চিকিৎসার জন্য স্থানীয় শাহাজানের নিকট ১৪ শতক জমি বাজার মূল্যে বিক্রি করেন।  এ জমির দাম কম বলায় প্রতিবেশি মহির মুহুরীর নিকট জমি বিক্রি না করায় তার উপর ক্ষিপ্ত হয়। গত ১ মার্চ বিক্রি করা ১৪ শতক জমি ক্রেতা শাহাজান কে মাপযোগ করে দিতে গেলে প্রভাবশালী প্রতিবেশি মহির মুহুরী গং  জমি ক্রয় করতে না পেরে ওই জমি নিজের দাবী করে তার উপর হামলা চালায়, এসময় বাঁধা দিতে গিয়ে ক্রেতার ওয়ারিশ দুলাল মিয়া  ও মিজানুর রহমান মিন্টু কে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে  এলোপাতাড়ি বেদম  মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে শারিরীক  অবস্থার অবনতি ঘটলে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন প্রতিপক্ষরা তাকে ও পরিবারের লোকজন কে জীবন নাশের হুমকি প্রদান করে আসছে,তিনি সংবাদ সন্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট আইনী সহায়তার জন্য আবেদন জানায়। এসময়  সাংবাদিক সন্মেলন এমদাদুল হকের স্ত্রী রাহেলা বেগম ও পুত্র মোঃ আবু রায়হান উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন