প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

রাজশাহীর তানোরে বরেন্দ্র অঞ্চলে সরিষার মাঠে মারায়ের ঘুম, কৃষকের ব্যস্ততার শেষ নেই

প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫

হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চলে এখন সরিষার মাঠে মারায়ের ঘুম লেগেছে। চারপাশে শুধু হলুদ ফুলের মেলা। কৃষকদের চোখে-মুখে তৃপ্তির ঝিলিক। সরিষা ক্ষেতে সোনালি ফসলের দোলানিতে কৃষকের ব্যস্ততার যেন শেষ নেই। তানোর উপজেলার বিভিন্ন মাঠে এখন এক নজরেই দেখা মিলবে সরিষার হলুদ ফুলে সেজে ওঠা ক্ষেতের। কৃষকরা বলছেন, এ বছর সরিষার ফলন ভালো হবে বলে তাদের প্রত্যাশা। সার, বীজ ও সঠিক পরিচর্যার কারণে এবার সরিষার চাষে লাভের আশা করছেন তারা। কৃষক আব্দুল হালিম বলেন, এবার সরিষার চাষে আবহাওয়া ভালো ছিল। সময়মতো বৃষ্টি এবং সঠিক পরিচর্যার কারণে সরিষার ফলন খুব ভালো হয়েছে। এবার আমরা লাভবান হবো বলে আশা করছি।
সরিষার ফুলের মিষ্টি ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে। ফুল থেকে মধু সংগ্রহের জন্য মৌমাছিদের ব্যস্ততাও চোখে পড়ছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরিষার মধুরও ভালো চাহিদা রয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তা মাহমুদ হাসান জানান, “সরিষার তেল আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ ভোজ্যতেল। এ অঞ্চলের সরিষার উৎপাদন স্থানীয় বাজারের চাহিদা মেটাতে সহায়ক হবে। এছাড়া সরিষার খইলও পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। সঠিকভাবে পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে কৃষকরা সর্বোচ্চ ফলন পেতে পারেন।সরিষা চাষে কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা অন্যান্য শস্যের তুলনায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন। তারা আশা করছেন, সরিষার তেলের ভালো দাম পাবেন এবং এতে তাদের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে। তানোরের কৃষকরা এখন দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন সরিষার ক্ষেতে। কেউ সেচ দিচ্ছেন, কেউ কীটনাশক প্রয়োগ করছেন, আবার কেউবা জমিতে পরিপক্ব সরিষার গাছ থেকে বীজ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। সরিষার মাঠে এই চাঞ্চল্যতা দেখে বোঝাই যায়, বরেন্দ্র অঞ্চলের কৃষকরা তাদের ফসল নিয়ে কতটা আশাবাদী। এবার তাদের পরিশ্রম সার্থক হবে বলেই প্রত্যাশা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন