প্রকাশের সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

বগুড়ায় ৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকারসহ ৪ জন গ্রেফতার

প্রকাশের সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫

রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: বগুড়া, ২ মার্চ ২০২৫: বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকায় হোটেল মাহাথীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারী ও তিন পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। রবিবার (২ মার্চ) এই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ সোহেল রানা (৩৫), পিতা মোঃ সুলতান প্রাং, চক বৌদ্ধনাথপুর (চকবৈদ্যনাথ), নাটোর।২. মোঃ তানভির হোসেন (২০), পিতা মোঃ সেলিম রেজা, চক বৌদ্ধনাথপুর (চকবৈদ্যনাথ), নাটোর
৩. মোছাঃ জেলি জেসমিন (৩০), পিতা মোঃ আঃ জলিল, স্বামী মৃত বাবুল মন্ডল, নামাটারি, কুড়িগ্রাম
৪. মোঃ রইচ উদ্দিন (৩৭), পিতা মোঃ আব্দুর রাজ্জাক, লেঙ্গুড়িয়া (লেংগুড়িয়া সুগারমিল), নাটোরপুলিশ জানায়, তাদের কাছে একটি প্রাইভেটকার ছিল, যার মাধ্যমে তারা গাঁজা পরিবহন করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন