প্রকাশের সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

রাজশাহীর তানোরে বীজ আলু তোলায় কৃষকদের ব্যস্ত সময়

প্রকাশের সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫

হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় শীতের মৌসুম শুরু হতেই বীজ আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। জমিতে সোনালি আলুর হাসি দেখে কৃষকদের মুখেও ফুটেছে স্বস্তির ছাপ। এবার আলুর ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে আনন্দ ও আশার আলো। তানোর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা দলবদ্ধ হয়ে জমি থেকে বীজ আলু তুলছেন। কেউ মাটি খুঁড়ে আলু তুলছেন, কেউ আবার আলু বাছাই ও পরিষ্কার করছেন। নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে পরিবারের সবাই এই কাজে অংশ নিচ্ছেন। তানোর উপজেলার কৃষক আব্দুল হাকিম বলেন, “এবার আলুর ফলন বেশ ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় জমিতে আলুর বৃদ্ধি স্বাভাবিক ছিল। এতে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আরেক কৃষক রহিম উদ্দিন জানান, “বীজ আলুর বাজারমূল্য ভালো থাকায় এবার লাভের মুখ দেখবো আশা করছি। সরকারি সহযোগিতা পেলে পরবর্তীতে আরও বেশি জমিতে আলুর চাষ করতে পারবো।তানোর উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান বলেন, “কৃষকদের আধুনিক পদ্ধতিতে আলু চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। এ কারণে এবার বীজ আলুর ফলন ভালো হয়েছে। আমরা কৃষকদের আরও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছি। তবে কৃষকদের মধ্যে আলু সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কৃষকরা জানান, যদি সরকারি পর্যায়ে আলু সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়, তাহলে তারা আরও বেশি উৎসাহিত হবেন। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, বীজ আলুর গুণগত মান ভালো রাখার জন্য সঠিক পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ প্রয়োজন। আলুর সঠিক সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করলে কৃষকরা দীর্ঘদিন ধরে ভালো দাম পাবেন।তানোরে বীজ আলু চাষ করে কৃষকরা যেমন লাভবান হওয়ার আশায় বুক বাঁধছেন, তেমনি সরকারি সহযোগিতা পেলে এ খাত আরও সমৃদ্ধ হবে। কৃষকদের পরিশ্রম ও সরকারের সঠিক নীতি প্রণয়নের মাধ্যমে আলু চাষে তানোর উপজেলাকে দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত করা সম্ভব।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন