প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

কাউনিয়ায় রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল

প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধ, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার দাবিতে স্বাগত মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়ায় উপজেলা শাখা।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর কাউনিয়ায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। এতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করে।সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়। উক্ত রেলিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া শাখার সভাপতি ইাদ্রস আলী (অবঃ বিডিআর) সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা মুহা হযরত আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলার প্রশিক্ষণ সম্পাদক মাও: জাহিদুল ইসলাম দোলন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি মাও: মোছাদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা সভাপতি হাফেজ শরীফুল ইসলাম শরীফ,উপজেলা সাধারণ সম্পাদক মুহা নাঈমুর রহমান নাঈম সহ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন