প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

কাউনিয়ায় মহিলা দলের সভাপতিকে বেধরক মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

রংপুরের কাউনিয়ায় মহিলা দলের সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়ানের হরিচরণ শর্মা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মহিলা নেত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মারধরের শিকার আয়শা বেগম (৩৫) উপজেলার হরিচরণ শর্মা গ্রামের মোঃ নুরনবী মিয়ার স্ত্রী। তাঁর হাতে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। আয়শার ছেলে আতিক মোজাহিত বলেন,গত সোমবার বিকেলে তাঁর মা বাসা থেকে টেপা মধুপুর বাজারে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আখলাক (৪০) আমার মাকে বেধরক মারপিট করেন ও দ্বিতীয় দিন আমার বাবাকে রাম দা দিয়ে প্রকাশ্যে মারার হুমকি দেন এবং হাতে পায়ে মারপিট করেন।আয়শা বেগম জানান বিশেষ কাজে বিকালে টেপা মধুপুর বাজারে যাওয়ার সময় কোনো গাড়ী না পাওয়ায়,নতুন ভোটার হালনাগাদ করা জন্য একটি মিশুক গাড়ীতে মাইকিং করতেছিলো ওই গাড়ীতেই যাওয়ার পথে মাদক ব্যবসায়ী আখলাক জোরপূর্বক ওই গাড়ীতে উঠে একই সিটে, বসলে শরিরে স্পর্শ হওয়ায়,আখলাক কে বলছি বাবা সামনের সিট টাতে কেউ নাই ওখানে বসো।এটা বলার সাথেই গলা চিপে ধরে বেধরক মারপিট করেন ও বিভিন্ন স্থানে হাত দেন।মারধর করে ফাকা রাস্তায় ফেলে চলে গেলে কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে একটি রিক্সা এসে দেখেন মাটিতে শুয়ে কাতরাইতেছে আয়শা,আশে পাশের কিছু লোকজন এসে উদ্ধার করে চৈতার মোড় নামক বাজারে ডাক্টারের দোকানে এলে তিনি জানান উনি গুরুত্বর আহত পরে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আয়শার স্বামী মোঃ নুরনবী মিয়া জানান, আমি ঘটনার পরের দিন বাজার নিয়ে বাসার দিকে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আখলাক রাম দা লাটিসোটাসহ পথরোধ করে আমাকে বেধরক মারপিট করে এবং রাম দা দিয়ে জবাই করার হুমকি দেয়,আশেপাশের লোকজন আমার আত্তচিতকারে এসে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।এ বিষয় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান,একটি নারী নির্যতন ও অশ্লীলতা হানি এবং ঘটনার দ্বিতীয় দিন অভিযোগকারীর স্বামীকেও মারপিট করা অভিযোগ পেয়েছি এটা খুবেই দুঃখ জনক ঘটনা,খুব দুরুত্বই তদন্ত করে আইননুক ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন