প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

রংপুরের পীরগাছা উপজেলায় হিজবুত তাওহীদ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

রংপুরের পীরগাছা উপজেলায় হিজবুত তাওহীদ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় হিজবুত তাওহীদের চার কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও দুই কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের পর পুলিশ সাতজনকে আটক করেছে।সংঘর্ষের পরদিন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি), স্থানীয় সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সংঘর্ষের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানান এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, “এ ধরনের সংঘর্ষ আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। আমরা সকলকে ধৈর্য ধারণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাই।এদিকে, সংঘর্ষের ঘটনায় পীরগাছা থানায় হিজবুত তাওহীদের ৩৯ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন সকলকে শান্তি বজায় রাখতে এবং কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন