প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

শিবনদী ব্রিজের নিম্নমানের কাজ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ, প্রশাসনের নীরব ভূমিকা

প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার শিবনদী ব্রিজের নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিইডি ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলমান এই প্রকল্পে নিম্নমানের কাজ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের দুই পাশে মাটি ভরাটের জন্য ইউ কালেক্টর গাছের ডাল পুঁতে দায়সারা কাজ করা হচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। এলাকার মানুষ মনে করছেন, এই অপরিকল্পিত ও নিম্নমানের কাজের ফলে অল্পদিনেই ব্রিজ সংলগ্ন সড়ক ধসে যেতে পারে, যা জনসাধারণের জন্য বিপজ্জনক হয়ে উঠবে।
গোল্লাপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকার জানান, ব্রিজের কাজ যে মানের হওয়া দরকার,তা হচ্ছে না। যেভাবে গাছের ডাল পুঁতে মাটি ভরাট করা হচ্ছে, তাতে যে কোনো সময় ধসে যেতে পারে। এতে চলাচলের সমস্যার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে অন্যান্য এলাকাবাসীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, যথাযথ মান বজায় রেখে রাস্তাটি পুনরায় মেরামত করতে হবে, যাতে এটি দীর্ঘস্থায়ী ও নিরাপদ হয়। তবে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীরা বলছেন, কাজের মান খারাপ হওয়ার বিষয়ে বারবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক এবং যথাযথ মান বজায় রেখে ব্রিজ সংলগ্ন সড়ক ও ভরাটের কাজ পুনরায় করুক। অন্যথায় জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন