
রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: বগুড়া ২৫ ফেব্রুয়ারি ২০২৫: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন উপজেলার অসুস্থ রোগীদের দেখতে যান। তিনি তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।চিকিৎসাধীন রোগীদের মধ্যে ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামের আমজাদ হোসেন, মহিষাবানের পাড়রানির পাড়ার ফরহাদ হোসেন এবং বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের তফিরন বেগম।এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী রুহুল ইউসুফ মঞ্জু এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।