প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

নন্দীগ্রামে দুই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে দুই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২৪ শে ফেব্রুয়ারী (সোমবার) দুপুর সাড়ে ১২টায় নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না থাকা, পর্যাপ্ত ডিউটি নার্স না থাকা, ডক্টর, সার্জন ও এনেসথেসিয়া চিকিৎসকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ এর কারণে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় নন্দীগ্রাম সেবা ক্নিনিকের ব্যবস্থাপক আইয়ুব আলী (৪০) কে ২০ হাজার টাকা এবং নিউ মডেল ক্লিনিকের মালিক গৌতম কুমার সরকার (৪০) কে ২৫ হাজার টাকা করে সর্বমোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ওই সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন