প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

শহিদুজ্জামান বাবু, খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে কলা বোঝাই ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন রাজাপুর গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। তিনি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন কোটচাঁদপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রাজাপুর তার নিজ বাসায় ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে সাবদারপুর থেকে কোটচাঁদপুরগামী একটি কলা বোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন