
মনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মণিরামপুরে লুৎফুন্নেছা (৫০) নামের এক মানষীক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। মৃত লুৎফুন্নেছা মানষীক ভারসাম্যহীন রোগী ছিলো বলে জানান মৃতের ভাই মোঃ সাইদুল ইসলাম।ঘটনার বিবরনীতে জানাযায়, উপজেলার লাউড়ী গ্রামের জৈনক আতিয়ার রহমানের স্ত্রী মানষীক ভারসাম্যহীন রোগে আক্রান্ত ছিলো। স্বামী আতিয়ার রহমান বলেন, সংসার জীবনে অনেকবারই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছে। গত ১৯ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে কৃষি জমিতে দেওয়ার জন্য আনা বিষ ট্যাবলেট গোপনে খেয়ে ফেলে, পরবর্তীতে পরিবারের অন্যান্যরা জানতে পেরে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।মানষীক ভারসাম্যহীন এ মহিলার বিষাক্ততায় মৃত্যু হয়েছে বলে জানান মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার। সন্ধায় এ সংবাদ লেখা পর্যন্ত হাসপাতালের দেওয়া মৃত্যু সনদের বিপরীতে মৃত দেহের আইনি প্রক্রিয়া চলমান ছিলো।