
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদীন, এসআই(নিরস্ত্র) আশিষ সূত্রধর, এএসআই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ ইং-১৮/০২/২০২৫খ্রিঃ, দুপুর অনুমান ০৩.৩০ ঘটিকার সময় আখাউড়া থানা এলাকা হইতে আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তাং-১২/১১/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪৪৮/৩৮৪/৩৮৬/৪৩৫/৪৩৬/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ the Explosive Substances Act 1908 এর ৩/৫/৬ এর তদন্তেপ্রাপ্ত আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ এর আহ্বায়ক কমিটির সদস্য ০১। মোঃ মাসুদ মিয়া(৪৪), পিতা-মৃত আঃ হক ভূইয়া, মাতা-মৃত জোসনা বেগম, সাং-আব্দুল্লাহপুর, ইউপি-আখাউড়া দক্ষিণ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
অপর আরেকটি ডেভিল হান্ট অভিযানে ইং-১৯/০২/২০২৫খ্রিঃ, রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন খারকোর্ট নিজ বাড়ী হইতে ০১ নং মনিয়ন্দ ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ০২। মোঃ নুরুল আলম(৬৪), পিতা-মৃত সোনা মিয়া, মাতা-জোবেদা বেগম, সাং- খারকোর্ট, ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি গণকে আদালতে পেরন করা হয়েছে।