প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

অদম্য শিখা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মোরাল প্যারেন্টিং পরিবারের প্রথম প্রকাশনা ‘অদম্য শিখা—একটি অনুপ্রেরণামূলক চিঠি সংকলন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক ও বিশিষ্ট ফোকলোরবিদ শাহিদা খতুন। এছাড়া, মোরাল প্যারেন্টিং-এর প্রতিষ্ঠাতা ড. মাহবুবর রহমান, গ্রন্থের সম্পাদক কাজী শহীদুল ইসলাম, দেশের বরেণ্য কবি-সাহিত্যিক, মোরাল প্যারেন্টিং পরিবারের সদস্য এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোরাল প্যারেন্টিং ট্রাস্ট সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, কিন্তু মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবনে সহায়তা করার লক্ষ্যে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা বৃত্তি সংগ্রহ করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, যাদের ‘মোরাল চাইল্ড’ বলা হয়, নিয়মিত তাদের শিক্ষা সহায়তাকারী ‘মোরাল প্যারেন্ট’দের সঙ্গে পত্রযোগাযোগ করেন। সেই চিঠিগুলোর মধ্য থেকে কিছু অনুপ্রেরণামূলক চিঠি ‘অদম্য শিখা’ গ্রন্থে সংকলিত হয়েছে।

বাংলা একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা বলেন,”এই চিঠিগুলো শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং সবার জন্যই জীবন চলার পথের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।”

বিশিষ্ট ফোকলোরবিদ শাহিদা খতুন বলেন,”মোরাল চাইল্ডদের সংগ্রামের গল্প যে কাউকে নতুন করে জীবনকে ভাবতে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

গ্রন্থের সম্পাদক কাজী শহীদুল ইসলাম বলেন, “সহজ ও সাবলীল ভাষায় লেখা এই চিঠিগুলো জীবনের পাথেয় হয়ে থাকবে।”

মোরাল প্যারেন্টিং-এর প্রতিষ্ঠাতা ড. মাহবুবর রহমান বলেন,
“আমরা করুণার ভিত্তিতে চ্যারিটি করি না, বরং মোরাল চাইল্ডদের সন্তানের মতো প্যারেন্টিং করি, যাতে তারা সুপ্রতিষ্ঠিত হয়ে সমাজের অন্যদের সাহায্য করতে পারে। এভাবেই আমরা গড়ে তুলতে চাই নৈতিক সমাজ।”

প্রসঙ্গত মোরাল প্যারেন্টিং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ তাদের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে, মোরাল প্যারেন্টিং শিক্ষার্থীদের পরিবারকে স্বাবলম্বী করতেও কাজ করছে। তাদের উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—
‘স্বাবলম্বী প্রজেক্ট’ (পরিবারের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির জন্য),‘১০০ বই পড়া উৎসব’ (আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য),‘Online Lecture Series’ (সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা শেখানোর জন্য),‘Online English Adda’ (ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য),‘MPF Research Team’ (গবেষণা ও উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য),‘Leadership and Management Course’ (ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য),‘Career Support’ (পড়াশোনা শেষে ক্যারিয়ার গঠনের সহায়তা)।

এই প্রকাশনা উৎসব নৈতিকতা, শিক্ষা ও অনুপ্রেরণার এক অনন্য উদযাপন হয়ে উঠেছিল।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন