প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে মোকামতলা ইউনিয়ন বিএনপির তিনটি ভোট কেন্দ্র কমিটি গঠন

প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার:
গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপির আওতাধীন তিনটি ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিশেষ সভার মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়।বিশেষ অতিথি ও নেতৃবৃন্দের উপস্থিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল ওহাব।
সভায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মোঃ মামুন তালুকদার।এছাড়া সভায় উপস্থিত ছিলেন: রোকন উদ-দৌলা রুবেল, খালিদ হাসান আরমান, মোখলেসুর রহমান, ইমরান হোসেন, গোলাম রব্বানী সরকার, বিপ্লব প্রামানিক, শাহিন ইসলাম, ছাত্রদল ও যুবদলের সকল নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মীরা।সম্মানিত অতিথি:- সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়নের সম্মানিত ব্যক্তি আলহাজ্ব মো: লতিফ হাজি।কমিটি গঠনের উদ্দেশ্য:- বক্তারা বলেন, দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং আগামী নির্বাচনে কার্যকর ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।এই সভার মাধ্যমে মোকামতলা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন