প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের নানাবিধ সুবিধাসহ যানজট নিরসনের উদ্যোগ জবি ছাত্রদলের

প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বি-ইউনিট ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নানাবিধ সুবিধা দিয়ে পাশে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

‘বি’ ইউনিটের তিন শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তীব্র যানজট দেখা দিলে যানজট নিরসনে কাজ করতেও দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের।

এই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীদেরকে যানজট নিরসনে তদারকি করতে দেখা যায়। এছাড়াও প্রতি শিফটের ভর্তি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ: ফাইল, স্কেল ও কলম প্রদান করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অসুস্থ শিক্ষার্থীকে সহায়তা করা, প্রবেশপত্র প্রিন্ট করে দেওয়া হয়,
পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েও সাহায্য করে তারা।

ছাত্রদলের আজকের কার্যক্রম নিয়ে আহবায়ক মেহেদী হাসান হিমেল জানান, ‘অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। আমি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও পরীক্ষার্থীসহ আমার নেতাকর্মীদের ধন্যবাদ দিচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল। পরবর্তী সময়েও পাশে থাকবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‌‌‌‘সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে সবসময় পাশে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। তারই ধারাবাহিকতায় আজ আমরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সরঞ্জাম বিতরণ করি এবং তীব্র যানজট দেখা দিলে তা নিয়ন্ত্রণের চেষ্টা করি। যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন ভর্তি পরীক্ষা সফল করার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন