প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

আরাফাত রহমান কোকো স্মরণে গাবতলীর সুখানপুকুরে যুবদলের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর দৌলত উজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সভাপতি আবদুল কাদের।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন গাবতলী উপজেলা যুবদলের সদস্য ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জনি ইসলাম।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখানপুকুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য এরশাদ হোসেন, মাসুদ রানা এবং যুবদল নেতা ইমরান হোসেন আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন