
মো:মেরাজুল ইসলাম মেরাজ,রংপুর প্রতিনিধি
রোববার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম একথা বলেন।
তিনি জানান, বর্তমানে সময়ে প্রচলিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্সকে তিন বছরের করা হবে। আর বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা ব্যাবস্থা করা হবে এবং দুইটি সার্টিফিকেট প্রদান করা হবে একটি অনার্সের আর অন্যটি ডিপ্লোমার সার্টিফিকেট।
উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, তার অনার্স পড়ার যে স্বপ্ন তাও ঠিকে থাকল, তিনি আরো বলেন অনার্স পরে চাকুরির বাজারে ঘুরে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেনা। তাই অনার্সের সাথে এই ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের,ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম,প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক সহ প্রমূখ।