প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

পরিবর্তন হলো বেরোবির দুই হলের নাম 

প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

রিপন শাহরিয়ার, বেরোবিঃ 
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের দুই আবাসিক হলের নতুন নামকরণ করা হয়েছে। পূর্ব নাম শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয় ২৪ হল’, এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে‘শহীদ ফেলানী হল’।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেন,  শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ রাখা হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে প্রতি বছর ‘আবু সাঈদ বইমেলা’ আয়োজন করা হবে। একই সাথে, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই দিনটি শ্রদ্ধার নিদর্শন হিসেবে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের  সকল প্রকার শিক্ষাখরচ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন