প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

লালমনিরহাটে ডিবির বিশেষ অভিযানে ৪কেজি গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট
লালমনিরহাট জেলার গোয়েন্দা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা সহ ২জন আসামী কে গ্রেফতার করেন।

 জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সার্বিক দিক নির্দেশনায়, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, সাদ আহম্মেদ, এর নেতৃত্বে এসআই অমিতাভ রায়, এসআই মুকুল মিয়া, ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের, শিবরাম খন্ডেরছড়া মৌজাস্থ আঃ সালাম পাগলা এর বসত বাড়ির সামনের চাতাল সংলগ্ন গরুর শেডের সামনে হইতে এবং কাকিনা ইউনিয়নের, রুদ্রেশ্বর মৌজাস্থ জৈনক আনসার আলী (৫০)এর বসত বাড়ির অনুমান ৫০ (পঞ্চাশ) গজ দক্ষিনে কাকিনা টু রংপুর গামী পাকা রাস্তার উপর হইতে বিশেষ অভিযান চালিয়ে ৪কেজি গাঁজাসহ দুই জন আসামী কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। 

গ্রেফতারকৃত আসামী শাহিন মিয়া @ শাহিনুর (৪৮),লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আকবর আলীর ছেলে। রায়হান আলী(২২),কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেকুষা গ্রামের সহিদুল হকের ছেলে। 

এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে দুই জন আসামীর বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের, শিবরাম খন্ডেরছড়া মৌজা ও কাকিনা ইউনিয়নের, রুদ্রেশ্বর মৌজায় পৃথক পৃথক দুইটি অভিযান চালিয়ে ৪কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার করেন গোয়েন্দা শাখার পুলিশ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন