প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন সন্তানের জননী রেনুকার লাশ উদ্ধার

প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

সাঈদ হাসান,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন সন্তানের জননী রেনুকা বেগমকে (৪৫) গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান বড় ছেলে হাসানুজ্জামান সাগর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর বুধবার দুপুরে বাড়িতে খেতে এলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে মাকে গলায় ওড়না পেঁচানো ও বালিশ চাপা দেয়া অবস্থায় মৃত দেখতে পান। পরে জরুরি নাম্বারে (৯৯৯) কল দিলে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাটগ্রাম থানায় পাঠায়। এদিকে এদিন বিকেলে নিহত রেনুকার দ্বিতীয় স্বামী জবেদুল ইসলাম থানায় আসেন। এ সময় পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, দ্বিতীয় স্বামী জবেদুলের সাথে বাকবিতণ্ডার জেরে রেনুকাকে গলা টিপে হত্যা করেছেন জবেদুল। এ বিষয়ে ছেলে হাসানুজ্জামান সাগর বলেন, ‘আমি গতকাল রাতে শ্বশুরবাড়িতে ছিলাম। সৎ বাবা জাহেদুল ইসলাম বাড়িতেই ছিলেন। পরদিন দুপুরে খেতে এসে মাকে মৃত অবস্থায় পাওয়ার পর বাবাকে পাইনি। তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারিনি। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন