প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান জেলা রোভার কমিশনার নির্বাচিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার:বৃহস্পতিবার বগুড়া জেলা রোভার-এর ১১তম ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৫ শহরের জেলা স্কুল আমিনুল ইসলাম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ সাইদুজ্জামান বিপুল ভোটে কমিশনার নির্বাচিত হয়েছেন। তিনি গাবতলীর সুখানপুকুরস্থ সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।এর আগে তিনি জেলা রোভারের সহ-সভাপতি ছিলেন। একই নির্বাচনে দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজের জহুরুল ইসলাম জহির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। কমিশনার ও কোষাধ্যক্ষ পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।অন্যদিকে, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান বিপুল ভোটে জেলা রোভার-এর কমিশনার নির্বাচিত হওয়ায় তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন