প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

ঝিনাইদহে দিনভর যৌথবাহিনীর অভিযান শেষে গ্রেনেড হ্যান্ড বোমা উদ্ধার

প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

শহিদুজ্জামান বাবু, খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহে দিনভর যৌথবাহীনির অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে একটি ‘ আর্জেস গ্রেনেড হ্যান্ড ৩৬’ বোমা উদ্ধার করেছে। 

সোমবার বিকেলে সদরের কোরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মেহগনি বাগানের ভিতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি বিস্ফোরণ ঘটায়।

ঝিনাইদহ সদরের সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর আকিদুর রহমান রুসাদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে কোরাপাড়ায় একটি মেহগনি বাগানের ভিতর বিস্ফোরকদ্রব্য আছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকাটি সোমবার ভোর থেকে ঘিরে রাখে। পরে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বোম ডিপোজাল ইউনিটের সদস্যরা এসে মেহগনি বাগানের পরিত্যাক্ত স্থান থেকে একটি তাজা ‘আর্জেস গ্রেনেড হ্যান্ড ৩৬’ উদ্ধার শেষে সেটিকে ধ্বংস করে। তবে গ্রেনেডটি কার কি কারনে রেখেছে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন