প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

ঝিনাইদহে সিপিবি’র উদ্যোগে গণতন্ত্র অভিযাত্রা ও বিক্ষোভ

প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

শহিদুজ্জামান বাবু,খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) গণতন্ত্র অভিযাত্রা ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের ডা. কে আহমেদ সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্টের সামনে এক সমাবেশে জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, জেলা কমিটির সদস্য সৈয়দ আসাদুজ্জামান বাদশা, কেএম শরিফুল ইসলাম, সুজন বিপ্লব, হরিণাকুণ্ডু শাখার নেতা নজরুল ইসলাম, শৈলকুপা শাখা নেতা বায়েজিদ চাষা ও ঝিনাইদহ সদর শাখার নেতা আরিফুল ইসলাম মিটুল প্রমুখ।গণতন্ত্র অভিযাত্রা সমাবেশে নেতৃবৃন্দ বর্ধিত ভ্যাট প্রত্যাহার, চালসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং চালু, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, চাঁদাবাজি-দখলদারিত্ব বন্ধ, জানমালের নিরাপত্তা, মন্দির-মাজারে আক্রমণ বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের পরীক্ষিত শক্তি সিপিবি পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প রাজনৈতিক উত্থান ও বামপন্থীদের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন