প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

বগুড়ায় আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ

প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃসোহানুর রহমান সিয়াম,শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২ তারিখ রবিবার দিবাগত মধ্য রাত থেকে ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বগুড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা রিমন রহমান কাঞ্চন, পৌরসভার ১২নং ওয়ার্ড সেচ্ছসেবক লীগের সভাপতি দুলাল হোসেন এবং শহর আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী রাসেল। এর মধ্যে মাহমুন্নবী রাসেলকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ও বাকীদের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওসি এস, এম মঈনুদ্দীন বলেন, বগুড়া সদর থানা পুলিশের নেতৃত্বে রাতভর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশের এধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন