
রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার:বগুড়ার গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার গ্রেফতার হয়েছেন। রবিবার রাতে তাকে গ্রেফতার করার পর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।বিএনপির কঠিন সময়ে আন্দোলনের মধ্য দিয়ে গাবতলীতে এই যুবদল নেতা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ক্লান্ত নেতাকর্মীদের জন্য খিচুড়ি খাওয়ানোর দায়িত্বে ছিলেন। তবে তখন পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়েও সফল হয়নি।বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও, একটি মারপিট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, তৎকালীন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন বিএনপি নেতা মোরশেদ মিল্টনের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিলে, হৃদয় হোসেন গোলজার সাহসিকতার সঙ্গে তার প্রতিবাদ করেছিলেন। এতে বোঝা যায়, গোলজার মেম্বার বিএনপি তথা মোরশেদ মিল্টনের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন।তবে তার ভুল থাকতে পারে বা তিনি অপরাধীও হতে পারেন—যা আদালত নির্ধারণ করবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।এই মামলার কারণে কিছুদিন আগে হৃদয় হোসেন গোলজারকে নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতারকৃত হৃদয় হোসেন গোলজার উপজেলার চাকলা গ্রামের আবুল হোসেনের ছেলে।