প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৬ মে, ২০২৫

আখাউড়ায় নারী ও পুরুষ দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার!

প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ
অভিযানকালে এসআই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক, এএসআই(নিরস্ত্র) ধীমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর-২৭৪/২২ (আখাউড়া) এর ০১ বছর ০৬ মাস সাজাপ্রাপ্ত আসামী ০১। আল আমিন খাঁ(৪৫), পিতা-মৃত ফুল মিয়া, সাং-রামধননগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর নং-১৮৫/২১, দায়রা-১৩২০/২১, এর সাজাপ্রাপ্ত আসামী ০২। ইয়াছমিন, স্বামী-আলাউদ্দিন ওরফে আলমগীর, পিতা-ইয়াকুব আলী, সাং-মনিয়ন্দ মধ্যপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে গ্রেফতার করা হয়।আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন