
হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ সাংবাদিক সংস্থার (বিএসএস) রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ (শনিবার)(তারিখ০১/০২/২৫) সকাল১০টায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফজলুল করিম বাবু।রাজশাহীর গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে নিবেদিত এই সংস্থার নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তানোর শাখার পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা জানানো হয়েছে।নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবু আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার আদায় এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থার নেতৃবৃন্দ।এ সময় অন্যান্য সদস্যরা নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিক সংস্থা হবে জনকল্যাণের জন্য নিবেদিত এক শক্তিশালী সংগঠন। তারা নতুন কমিটির নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন।
রাজশাহী জেলা শাখার এই দ্বি-বার্ষিক সম্মেলনে বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন।নবনির্বাচিত কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।