প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতি

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে কাথম-কালিগঞ্জ সড়কে শিমলা-বামগ্রামের মাঝে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে এঘটনা ঘটেস্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কাথম-কালিগঞ্জ সড়কে শিমলা-বামগ্রামের মাঝে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়েছে। পরে স্থানীয় লোকজন ডাকাতির বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। তখন ডাকাত দল পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে।এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন