
রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার)
বিহার ইউনিয়ন, শিবগঞ্জ, বগুড়া: কৃষকদের অধিকার রক্ষা এবং কৃষির উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, আহ্বায়ক, কৃষক দল, বগুড়া জেলা।
সমাবেশে বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার, কৃষি উপকরণের সহজলভ্যতা এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা কৃষকদের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উক্ত সমাবেশে কৃষক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।