
রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার):
বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব ও কার্যক্রম: ৩০ জানুয়ারি ২০২৫, রাত ১১:৪৫ মিনিটে শেরপুর থানাধীন দুবলগাড়ি চকপোতা ১ নম্বর ব্লক এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মোঃ ময়নুল ইসলাম, এএসআই মোঃ হামিদুল ইসলাম, এটিএসআই মোহাম্মদ বদিউজ্জামান এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
আটককৃত মাদক ব্যবসায়ীরা: ১। নূর মোহাম্মদ কাঞ্চিয়া (৭৮), পিতা মৃত ছানু ওরফে সানু, সাং চর গোরকমন্ডল, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম।
২। মোসা: বাকফুল খাতুন (৪৫), স্বামী মোঃ মোহাম্মদ ইউসুফ আলী, সাং দুবলগাড়ি চকপোতা, থানা শেরপুর, জেলা বগুড়া।
৩। মোহাম্মদ ইউসুফ আলী (৬৫), পিতা মৃত জানিক শেখ, সাং দুবলগাড়ি চকপোতা, থানা শেরপুর, জেলা বগুড়া।
উদ্ধারকৃত মাদক: গ্রেফতারকৃত নূর মোহাম্মদের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা: আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।