প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৬ মে, ২০২৫

আখাউড়া ইমিগ্রেশন দিয়ে, শুল্ক ফাঁকি, থ্রি পিস ও ক্রিম সহ ২ ভারতীয় নাগরিক আটক

প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় (২৮ জানুয়ারি রোজ মঙ্গলবার স্থলবন্দর এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেন বিজিবি, পড়ে রাতে পুলিশে তুলে দেওয়া হয়।ওই দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে থ্রিপিস, ক্রিম, মদসহ প্রায় সাড়ে আট লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এছাড়া তাদের কাছ থেকে পাসপোর্টও জব্দ করা হয়।আটককৃত দুই ভারতীয় নাগরিক হলো, ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)। বিজিবির হাবিলদার মোঃ জাকির হোসেন বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুই ভারতীয় নাগরিক মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটো রিক্সা দিয়ে যাওয়ার সময় রাস্তায় বিজিবি তল্লাশি করে,এ সময় তাদের কাছে ৫২টি থ্রিপিস, ১৭০০ পিস ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। তবে এর বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব পণ্য আনেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, রাতে দুই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন