
রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার)
বগুড়ায় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ফুটবল এবং অনুর্ধ্ব-১৮ বালক ও বালিকাদের কাবাডি টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া।চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, গোলাম মোঃ শাহ নেওয়াজ, প্রধান নির্বাহী, বগুড়া জেলা পরিষদ। তোছাদ্দেক হোসেন, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর। আলমগীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার। খাজা আবু হায়াত হিরু, আহ্বায়ক কমিটির সদস্য, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।উক্ত আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ খেলোয়াড়দের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়, যা বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।