প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

শিবগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে জ্ঞানের আলো শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় পশ্চিম জাহাঙ্গীরাবাদ মোকলেছার মোড়ে জ্ঞানের আলো পাবলিক স্কুলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক খালেদা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, যিনি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের নির্বাহী পরিচালক সাংবাদিক কামরুল হাসান, অভিভাবক রেজাউল করিম, ফরিদুল ইসলাম, ফারুক, তাজুল ইসলামসহ অন্যান্যরা। আরও উপস্থিত ছিলেন খালিদ হাসান মিলু, কোরাইশ, রবিন, সুমাইয়া, রুহি, হাসিবা তামীম প্রমুখ।

এই সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে তাদের আরও অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন