প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

শেরপুর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তার, পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

বগুড়া জেলার শেরপুর থানার মামলা নং-২৬, তারিখ ২৭/০১/২০২৫ ইং, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ এর আওতায় দায়ের করা মামলায় সফল অভিযান চালিয়ে পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দলনেতা মোঃ দুলাল মিয়া (৪৪) কে গ্রেফতার করেছে। একই সাথে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল।

ঘটনার বিবরণ:
মামলার বাদী মোঃ মাহবুবর রহমান এজাহারে উল্লেখ করেন, গত ১০/০১/২০২৫ তারিখ বিকাল ৪:৩০ টায় তিনি তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন পালসার-১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শেরপুর থানাধীন বিশালপুর ইউপির পানিসারা গ্রামে দাওয়াত খেতে যান। তিনি জনৈক আঃ মজিদের বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে দাওয়াত খেতে বসেন। দাওয়াত শেষে বিকাল ৫:০০ টার দিকে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি থানায় এজাহার দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ২৮/০১/২০২৫ তারিখ রাত ১:১৫ টায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দলনেতা মোঃ দুলাল মিয়া, পিতা- নুরু মিয়া, সাং- মুকুমপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানে দুলালের বাড়ির দক্ষিণ দুয়ারী ঘর থেকে চুরি হওয়া রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর দুলাল চোর চক্রের অন্যান্য পলাতক সদস্যদের নাম-ঠিকানা প্রকাশ করেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

স্থানীয় জনগণের প্রতিক্রিয়া:
থানার পুলিশের এই সফল অভিযান জনগণের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। তারা আশা প্রকাশ করেছে, চোর চক্রের অন্য সদস্যদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

সূত্র: শেরপুর থানার মামলা নং-২৬, জিআর-২৬/২৫(শেরপুর)।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন