প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ২০ বছর ধরে পলাতক থাকা ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার

প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার
দীর্ঘ সময় পলাতক থাকার পর আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারটি র‍্যাবের দক্ষতা এবং আইনের প্রতি তাদের অঙ্গীকারের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে আইন থেকে পালিয়ে থাকা সত্ত্বেও তাকে আইনের আওতায় আনা হয়েছে, যা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিআর নং-৩৯৮/০৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০২ বছর সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আমিনুল ইসলাম রানু (৫২) গাজীপুরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছে।এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২-এর অধিনায়ক মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায়, ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে মোঃ আমিনুল ইসলাম @ রানুকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে র‌্যাব আইন প্রয়োগের ক্ষেত্রে তার কঠোর অবস্থান আবারও প্রমাণ করেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন